গত সপ্তাহ থেকে সপ্তাহ ভোর বৃষ্টির মরশুম রাজ্য জুড়ে, যার জের কিছুটা হলেও এখনো দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন স্থানে৷ এই দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ৷ অর্থাৎ এখনই রেহাই নয় বৃষ্টির হাত থেকে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল বিকেলে ওডিশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমে স্থলভাগে আছড়ে পড়বে এই নিম্নচাপ৷ তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ আজ রাত থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে৷ এর জেরে ফের বৃষ্টি শুরু হবে বঙ্গে৷
সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে৷ উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া৷ অতি বৃষ্টিতে নদীর জলস্তর বাড়বে৷ ফলে প্লাবিত হবে নীচু এলাকাগুলি৷ জল জমার সম্ভাবনা রয়েছে শরহাঞ্চলেও৷ এদিকে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে৷ যার জেরে আজ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টি-ভোগান্তি চলবে আরও বেশ কয়েকদিন। মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব বঙ্গাপসাগরে ঢুকবে।
পূর্বাঞ্চলীয় আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আরও একটি ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ২৬ সেপ্টেম্বর। এটি রাজ্যের উপকূলে এসে পৌঁছতে পারে ২৮ সেপ্টেম্বর। যার জেরে ওইদিন বৃষ্টির দাপট বাড়বে। ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এদিকে আবহাওয়া দফতর সতর্কতা জারি করায় তৎপর লালবাজার৷ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল গড়ল কলকাতা পুলিশ৷