নাজিরহাট বাজারে জালনোট সহ এক ব্যক্তিকে আটক করল এসটিএফ।এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান বুধবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে নাজিরহাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে নাজির হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে এসটিএফ,ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় প্রায়এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশ টাকার জালনোট।রাতেই এসটিএফ ওই ব্যক্তিকে জাল নোটসহ সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেয় ও পুলিশ ধৃত ব্যাক্তিকে গ্রেফতার করে।জানা গিয়েছে নাজির হোসেন নামের ওই ব্যাক্তির বাড়ি নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দীঘলটারী এলাকায়। প্রসঙ্গত দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কিছু মানুষ কখনো আগ্নেয়াস্ত্র,কখনো জালনোট এবং চোরাকারবারির ঘটনার সঙ্গে বারংবার জড়িয়ে পরে। এমনকি সেইসব মানুষ কখনো বিএসএফ কখনো পুলিশের হাতে ধরা পড়ে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়। তবে সাহেবগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যারা এই সব কর্মকাণ্ডে লিপ্ত তাদের বিরুদ্ধে অভিযান লাগাতার চালানো হচ্ছে। যদিও জালনোট সহ গ্রেফতার ব্যাক্তির স্ত্রী জানান তার স্বামী ওইসব কাজের সঙ্গে যুক্ত নয়, তাদের শত্রুরা মিথ্যে অভিযোগ দিয়ে ধরিয়ে দিয়েছে।
Related Posts
লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিনহাটা শহর ও শহর সংলগ্ন একাধিক ওয়ার্ড
নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিনহাটা শহর ও শহর সংলগ্ন একাধিক ওয়ার্ড।গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে দিনহাটা সহ গোটা জেলায়।বিশেষ করে গতকাল ভোর রাত থেকে এই বৃষ্টি আরও ব্যাপক আকার ধারণ করে। অবিরাম বৃষ্টির জেরে দিনহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড…
গণেশ বন্দনায় কোচবিহারের জাগ্রত সংঘ
কোচবিহারের অন্যতম পুরনো গনেশ পূজা জাগ্রত সংঘের পূজা। চলতি বছর এক অভিনব কায়দায় এই পূজা উদ্বোধন এবং পরিচালনা করলেন কর্তৃপক্ষ। উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে এই পুজোর উদ্বোধনে তৃতীয় লিঙ্গের স্বত্বাধিকারীরা ছিলেন। মূলত তাদের মাধ্যমে উদ্বোধন হলো জাগ্রত সঙ্গে পুজো।…
রাজ আমলের রীতি মেনে পূজা হল মহালক্ষ্মীর
রাজ আমলের রীতি মেনে আজও পূজা হয় কোচবিহারের প্রায় ৪০০ বছর পুরনো রাজ পরিবারের মহালক্ষ্মীর। এক সময় কোচবিহারের রাজপ্রাসাদের এই মহালক্ষীর পূজো হলেও বর্তমানে এই মহালক্ষ্মী পুজো হয় কোচবিহার মদনমোহন মন্দিরে। কোজাগরী পূর্ণিমা তিথিতে একসময় রাজবাড়ীতেই মহালক্ষ্মীর পুজা হত। সয়ং…