নাজিরহাট বাজারে জালনোট সহ এক ব্যক্তিকে আটক করল এসটিএফ।এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান বুধবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে নাজিরহাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে নাজির হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে এসটিএফ,ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় প্রায়এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশ টাকার জালনোট।রাতেই এসটিএফ ওই ব্যক্তিকে জাল নোটসহ সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেয় ও পুলিশ ধৃত ব্যাক্তিকে গ্রেফতার করে।জানা গিয়েছে নাজির হোসেন নামের ওই ব্যাক্তির বাড়ি নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দীঘলটারী এলাকায়। প্রসঙ্গত দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কিছু মানুষ কখনো আগ্নেয়াস্ত্র,কখনো জালনোট এবং চোরাকারবারির ঘটনার সঙ্গে বারংবার জড়িয়ে পরে। এমনকি সেইসব মানুষ কখনো বিএসএফ কখনো পুলিশের হাতে ধরা পড়ে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়। তবে সাহেবগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যারা এই সব কর্মকাণ্ডে লিপ্ত তাদের বিরুদ্ধে অভিযান লাগাতার চালানো হচ্ছে। যদিও জালনোট সহ গ্রেফতার ব্যাক্তির স্ত্রী জানান তার স্বামী ওইসব কাজের সঙ্গে যুক্ত নয়, তাদের শত্রুরা মিথ্যে অভিযোগ দিয়ে ধরিয়ে দিয়েছে।
Related Posts
ছট পূজার ঘাটে সাঁকো নির্মাণের কাজের প্রস্তুতি শুরু করল কোচবিহার পৌরসভা
প্রত্যেক বছরের মত এই বছরও ছট পূজাকে কেন্দ্র করে তোর্সা নদীর উত্তর এবং দক্ষিণ পাড় সাঁকোর কাজ শুরু করলো কোচবিহার পৌরসভা।কোচবিহার শহরের কোন দিধিতে ছট পূজোর আয়োজন করা যাবেনা এমনটাই নির্দেশ রয়েছে বলে জানা গিয়েছে।ছট পূজায় ভক্তরা যেন নির্বিঘ্নে ভক্তরা…
কোচবিহারে প্রতিবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের
দিল্লিতে অনশনরত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর বিনা প্ররোচনায় নির্যাতনের বিরুদ্ধে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদে নামলো তৃণমূল কংগ্রেস।শনিবার কোচবিহারে এক প্রতিবাদ শোভাযাত্রা সংগঠিত করে কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহার রাসমেলা ময়দান থেকে একটি প্রতিবাদ মিছিল কোচবিহারের…
সীমান্তে পাচারের আগেই গরু আটক করল বিএসএফ
ধুমেরখাতা ইন্দো বাংলা সীমান্তে অবৈধ ভাবে পাচারের আগে ৫৪ টি গরু আটক করল বিএসএফ জওয়ানরা। শনিবার সন্ধ্যা আনুমানিক পাঁচটা নাগাদ সিতাই ধুমেরখাতা বিএসএফ ৭৫ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয় যে শনিবার ভোরে ধুমেরখাতা ইন্দো বাংলা সীমান্তে অবৈধ…