বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করতে কালচিনি সফরে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে কালচিনির উদ্দেশ্যে রওনা দেন তিনি । বিজেপি সূত্রে খবর , কালচিনিতে বীর বিরসা মুন্ডার মূর্তির উন্মোচনের পাশাপাশি একটি স্থানীয় জনসভায় যোগ দেবেন শুভেন্দু । আজ সন্ধ্যায় ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি । এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান শুভেন্দু ।
Related Posts
রাজ্য সরকারের তরফে নতুন ভাবনা, কিশোরদের জন্য এবার নয়া উদ্যোগ
তৃতীয় বার বর্তমান রাজ্য সরকারের জয়ের পর সাধারণ মানুষের সুবিধার্থে একধিক প্রকল্পের ঘোষণা করা হয়৷ যার মধ্যে কন্যাশ্রী হলো অন্যতম৷ কন্যাশ্রীর পর কিশোরদের নিয়ে ভাবনাচিন্তা শুরু করল রাজ্য সরকার৷ শৈশব থেকে কৈশরে পা দেওয়া বয়সের সেই সন্ধিক্ষণে ছেলেদের শারীরিক ও…
কড়া নজরদারির বার্তা দিয়েছে সরকারের তরফে
নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে বাংলায় ভালো পারফরম্যান্স করেছে রাজ্য সরকার। তবে এরপরেই একাধিক বিষয়ে কড়া বার্তা দিয়েছে সরকার। এর আগে ভেতরকার খবর বাইরে চলে যাচ্ছে বলে নবান্নের কর্মীদের…
তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে ফেরার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি
তৃতীয় রাজ্যের মসনদে বসার পর একাধিক দিকে নজর দিয়েছে রাজ্যের শাসক দল। ত্রিপুরার পাশাপাশি এবার নজরে উত্তরবঙ্গ। তৃতীয় বার বাংলার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর এই প্রথম বার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। একুশের নির্বাচনে উত্তরবঙ্গে এবার ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস।…