ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে মালদায় রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইঞা

ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার মালদায় এলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইঞা। রতুয়া ও মানিকচকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলায় রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইঞা।

প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে রতুয়ায় গঙ্গা নদী পরিদর্শন করেন রাজ্যের সেচ মন্ত্রী। লঞ্চে করে পরিদর্শন করেন তিনি। মহানন্দটোলার কান্তটোলায় পৌঁছান। সড়কপথে পুনরায় মানিকচকের উদ্দেশ্যে রওনা দেন।

মানিকচকের ভূতনীতে ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, বিধায়ক সমর মুখার্জি সহ সেচ দপ্তরের আধিকারিকরা। বন্যার পর ভূতনীতে কোথায় কোথায় নদীবাঁধের কী পরিস্থিতি রয়েছে, তা খতিতে দেখেন মানস ভুঁইঞা।