বেশ কিছু ভুয়ো নিয়োগের কথা জানালো এসএসসি

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে খোদ স্কুল সার্ভিস কমিশনই জানাল ৫৮ ভুয়ো নিয়োগের কথা।

জানা গিয়েছে, গত ৯ জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে একটি হলফনামা জমা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেই হলফনামাতেই, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে কর্মরত ৫৮ জন শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনও তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে এসএসসি।

নবম-দশমে ৪০ এবং একাদশ-দ্বাদশে ১৮, মোট ৫৮ জন শিক্ষকের ভুতূড়ে চাকরির খবর দিল SSC। জানা গিয়েছে ৫৮ জন পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ কোনও কিছু না দিয়েই সরাসরি চাকরি পেয়েছে। এদের পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ সম্পর্কিত কোনও তথ্যই নেই SSC কাছে।