৬১তম রাইজিং অর্থাৎ উত্থাপন দিবসে শিলিগুড়ি সীমান্তে এসএসবি-র মহাপরিচালক অমৃত মোহন প্রসাদ

৬১তম রাইজিং অর্থাৎ উত্থাপন দিবসে ডিজি প্যারেড চলাকালীন শিলিগুড়ি সীমান্তে এসএসবি-র মহাপরিচালক অমৃত মোহন প্রসাদ।এই অনুষ্ঠান থেকে এসএসবি ডিজি অমৃত মহান প্রসাদ জানান,SSB সীমান্তে যেকোনও বেআইনি গতিবিধ রুখতে সদা প্রস্তুত।এই বাহিনী ভারত-নেপাল এবং ইন্দো-ভুটান সীমান্তে অবিরাম পাহারা দিয়ে চলে।তিনি আরও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত দিয়ে ৬১তম উত্থাপন দিবসের শুভ আরম্ভ করা হবে।শিলিগুড়ির আশেপাশে যেসব সংবেদনশীল জায়গা রয়েছে সেসব জায়গা গুলি এসএসবি দায়িত্ব নিয়ে সে জায়গা গুলি ওপর পাহারা দেবে।এছাড়াও সীমান্ত নিকটবর্তীতে যে সমস্ত সাধারণ মানুষ থাকে তাদের সুরক্ষার জন্য আমরা সর্বদা তৎপর রয়েছি।পাশাপাশি নেপাল ভুটান সীমান্তে বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি চিকেন করিয়লার নিয়ম মুখ খুললেন তিনি।দেশের সুরক্ষা ব্যবস্থায় কোনরকম আজ আসতে দেবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ তারা।