জল্পনা বাড়ছে বিধায়ক তাপস রায়ের মন্তব্যে

এইমুহুর্তে বেশ খানিকটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের রাজনীতিতে। একদিকে প্রকাশ্যে আসছে একের পর এক দুর্নীতি অন্যদিকে জল্পনা বাড়ছে দল বদল নিয়ে। এবার জল্পনায় বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়৷ রাজনীতি ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন এই বিধায়ক৷

তিনি বললেন, “হয়তো আর কয়েকটা বছর। বেশিদিন রাজনৈতিক কর্মী থাকব না।” কিন্তুই আচমকা কেন এই সিদ্ধান্ত, তা অবশ্য জানা যায়নি। তার এই কোথায় বাড়ছে জল্পনা। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “দলের তরফে ওঁর সঙ্গে কথা বলা হবে।”

সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় রদবদল করা হয়৷ সেই সময় জল্পনা শুরু হয়েছিল, তাপসকে মন্ত্রী করা হতে পারে৷ কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রী হতে পারেননি তৃণমূলের এই বর্ষীয়ান বিধায়ক৷ এর পরেই রাজনীতি ছাড়ার বিষয় নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়। যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা৷

ওই ভিডিয়োটি যে তাঁরই, সে কথাও স্বীকার করে নিয়েছেন তাপস। ভাইরাল হওয়া এই ভিডিয়োয় প্রাক্তন মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমাকে ধরে রাখা খুব কঠিন। সময় এলেই দলকে জানিয়ে দেব যে, আর রাজনীতি করতে চাই না।’’

জানা গিয়েছে, ঘনিষ্ঠ বৃত্তে প্রায়শই রাজনীতি থেকে অবসর নেওয়ার কথাও বলেন তাপস। তাঁর পুত্র আমেরিকায় কর্মরত৷ মেয়ে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চাকরিরত৷ তিনি ছাড়া পরিবারের আর কোনও সদস্য রাজনীতির সঙ্গে যুক্ত নন৷ তবে এভাবে রাজনীতি ছেড়ে দেওয়ার কথায় স্বভাবতই শোরগোল পড়েছে৷