জীবনকৃকৃষ্ণের বার্তা নিয়ে শুরু জল্পনা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার সদ্য জামিনে ছাড়া পেয়েই তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন তিনি!

সম্প্রতি TMC বিধায়কের একটি পোস্ট নেটপাড়ায় তুমুল সাড়া ফেলেছে। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বার্তা দিয়েছেন, ‘পদ মানে ক্ষমতা নয়, পদ মানে দায়িত্ব, পদ মানে লুটেপুটে খাওয়া নয়, লোককে সেবা করা। এটা গেলে আসে অহংকার, তারপর পতন’। প্রশ্ন, তাহলে কি চৈতন্য উদয় হয়েছে?

কারণ TMC বিধায়ক গ্রেফতার হওয়ার পর দলের বহু কর্মী সমর্থক যেমন মুষড়ে পড়েছিলেন, তেমনই অনেকে বলেছিলেন, এর ফলে দলের ভাবমূর্তি নষ্ট হল। এমন ঘটনা কাম্য ছিল না। যদিও জীবনের গলায় বারবার একই সুর শোনা গিয়েছে, তিনি নির্দোষ।