ইংরেজবাজার পুরসভা ও স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির ডেঙ্গি মোকাবিলায় বিশেষ কর্মশালা

ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বাড়াতে পুরসভার কর্মীদের নিয়ে যৌথভাবে কর্মশালা আয়োজন করল ইংরেজবাজার পুরসভা ও স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (এস‌ইউডিএ)। ডেঙ্গি মোকাবিলায় পুরসভার স্বাস্থ্য বিভাগে কর্মীদের কী কী করণীয় তা নিয়ে বৈঠকে বিস্তর আলোচনা হয়।

পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরসভার কর্মীদের নিয়ে আজ বৈঠকের আয়োজন করা হয়েছিল। স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির আধিকারিকরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন।