পর্যটকদের দক্ষিণ ভারত ভ্রমণ করানোর জন্য একটি বিশেষ ট্রেন শুরু করতে চলেছে IRCTC। ট্রেনটির নাম দেওয়া হয়েছে স্বদেশ দর্শন স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান IRCTC কর্তৃপক্ষ। মার্চ মাসের ১৫ তারিখ এই ট্রেনটি যাত্রা শুরু করবে কাটিহার স্টেশন থেকে। সেখান থেকে মুঙ্গের-ভাগলপুর-দুমকা- কলকাতা থেকে যাত্রীদের নিয়ে দক্ষিণ ভারতের দিকে রওনা দেবে ট্রেনটি। এই ট্রেনে করে তিরুপতি, রামেশ্বরম, কন্যাকুমারী, মাদুরাই, মালিকারজুন ইত্যাদি জায়গায় ঘোরানো হবে। এই ভ্রমণের জন্য তিনটি প্যাকেজ করা হয়েছে। ট্রেনের স্লিপার ক্লাসের টিকিটের প্যাকেজ নিলে খরচ পড়বে মাথা পিছু ২০,৯০০ টাকা, AC তৃতীয় শ্রেণীর টিকিটের প্যাকেজ মাথা পিছু ৩৪,৫০০ টাকা , Ac দ্বিতীয় শ্রেণীর প্যাকেজের দাম পড়বে মাথা পিছু ৪৩,০০০ টাকা। প্রতিটি প্যাকেজেই থাকা, খাওয়া, ভ্রমণ সবটাই থাকছে।
Related Posts
ফুলের দাম বৃদ্ধি হওয়াতে পাহাড়ি ক্রেতার সংখ্যায় পড়েছে ভাটা
দীপাবলি উপলক্ষে আলোকসজ্জা ও ফুল দিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাসস্থান সাজিয়ে তোলেন প্রায় সকলেই। তবে আলোকসজ্জা প্রদীপের জায়গা নিয়েছে ইলেকট্রিক লাইট। তবে কম বেশি সকলেই দামের পরোয়া না করে ইতিমধ্যে আলোক সজ্জায় সজ্জিত করেছেন তাদের স্বপ্নের বাসস্থান। অপরদিকে রাত পেরোলেই…
Delhi Police arrests man in Siliguri for his alleged involvement in fake voter card racket
Siliguri, Nov 25: The Delhi Police has arrested a man for allegedly making fake voter ID cards in Siliguri. The arrested person has been identified as Jayanta Barman. A man named Khokan Barua from Bangladesh was arrested with fake voter…
In Siliguri Councillor Dilip Barman distributes clothes to 40 SMC employees
In a remarkable initiative, Councillor Dilip Barman of Siliguri’s Ward No. 46 recently distributed clothes to 40 SMC employees from his ward in celebration of the upcoming Durga Puja. Actually Durga Puja is the largest festival in West Bengal, where…