দক্ষিণবঙ্গে আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে দক্ষিণবঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি।

তবে এই আবহে পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে আগামী ২৪ ঘন্টায় আচমকা পরিবর্তন হতে পারে তাপমাত্রার। ঘূর্ণিঝড়ের ফের অশনি সংকেত পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগর থেকে। সূত্রের খবর, ফের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে। অনুমান করা হচ্ছে চলতি মাসেই এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলে।

আইএমডি জানিয়েছে, এই ঘূর্ণাবর্তটির অবস্থান পশ্চিম বঙ্গোপসাগরে। অন্ধ্রপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের ফলে। তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনার কথা জানানো হয়নি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনি ও রবিবার।