বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির তদন্তে মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দেয় সিবিআই।
গোয়েন্দা সংস্থার জানিয়ে, বিধায়কের বাড়ি থেকে মোট ৩৫ লক্ষ টাকা ও ১ কোজি সোনা উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে মজুরি ও কর বাদে ওই সোনার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকার কাছাকাছি। এছাড়াও বিধায়কের বাড়ির শৌচাগার থেকে সাত লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রিপোর্টে অনুযায়ী, বিধায়কের বিছানার তলা থেকে পরে আরও ১০ লক্ষ টাকা উদ্ধার করে সিবিআই। বিধায়ক সহ তার পরিবারের লোকেরা জানান সম্প্রতি বেশ কিছু সম্পত্তি বিক্রি করা হয়েছে। সেই টাকাই তদন্তকারীরা পেয়েছেন। তবে তদন্তকারীদের দাবি, নিয়োগ দুর্নীতিতেই ধৃত কুন্তল ঘোষের সঙ্গেও নাকি তার যোগাযোগ ছিল।