লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে তার আগে বিরোধী জোট আরও মজবুত করতে বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে যোগ দিতে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
এদিন মমতাতার সাথেই বেঙ্গালুরু পারি দিয়েছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি-বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠকে দেশের ২৬টি বিরোধী দলের নেতারা যোগ দিতে চলেছেন।
আজ সোমবার বিভিন্ন বিরোধী দলনেতার মধ্যে প্রাথমিকভাবে আলাপ-আলোচনা হবে। তারপর রয়েছে সোনিয়া গান্ধীর নৈশভোজ আছে। কাল হবে বিরোধীদের মূল বৈঠক। একদিকে যেখানে বাংলায় মমতা-সিপিআইএম এর সম্পর্ক দাউ-মাছের, সেখানে সেই মমতার সঙ্গেই ২০২৪ সালে জোটে ক্ষমতায় আসতে চলেছেন বলে স্পষ্ট জানালেন সীতারাম ইয়েচুরি।