জল সংকট মেটাতে গভীর নলকূপ স্থাপন শিলিগুড়ি পুরনিগমের

পচন্ড গরমে নাজেহাল শিলিগুড়ি বাসী। এই গরমে প্রচুর পরিমাণে জল পান করার কথা বলে থাকেন চিকিৎসকরা। তার মধ্যে কিছু ওয়ার্ডে পানীয় জলের একটা সংকট রয়েছে। পানীয় জলের সেই সংকট মেটাতে উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি পুরনিগম। সোমবার ৩৩ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনী ব্লক ডি তে পানীয় জল সরবরাহের লক্ষ্যে গভীর নলকূপ স্থাপন প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের অনুষ্ঠানে মেয়র গৌতম দেব ও পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এই প্রকল্পের ফলক উন্মোচন করেন।এছারা উপস্থিত ছিলেন জল বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত, ৪ নম্বর বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা সহ অন্যান্যরা ।

মেয়র গৌতম দেব জানান,এই গভীর নলকুপ প্রতিস্থাপনের ফলে শুধু ৩৩ নম্বর ওয়ার্ডই নয় ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও সমান ভাবে উপকৃত হবে। তিনি আরও জানান, এই নলকূূপ বসাতে ব্যায় হবে ৫০,৬৪,৮৭৭।