উৎসবের দিনগুলোতে সাধারণ মানুষ যাতে সুরক্ষিত থাকে তার জন্য তৎপর পুলিশ প্রশাসন। নানাভাবে পুলিশের নজরদারি চালানো হচ্ছে পুজো শুরু হওয়ার আগে থেকেই। এর আগে নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন পুজো মণ্ডপে পুলিশের তরফে বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছিল। তৃতীয়ার দিন শিলিগুড়ির হাসমিচক থেকে রীতিমতো বাইক র্যালি করে বিভিন্ন পুজো মণ্ডপে পৌঁছে গেলো পুলিশ কর্মী সহ আধিকারিকরা।
এদিন পুলিশের গাইডলাইন পুজো প্যাণ্ডেলগুলি মেনে চলছেন কিনা সেই সব দিক খতিয়ে দেখা হয়। পুলিশ আধিকারকের কথায়, পুলিশ বিভিন্ন ভাবে নজরদারি চালচ্ছে শহর সহ পুজো মণ্ডপে। কোথাও কোনো সমস্যা হলে খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত সেখানে পৌঁছে যাবে। ভিড় এলাকা হলে সেখানে গাড়ির বদলে বাইক নিয়েই ছুটবে পুলিশ। এছাড়া মহিলা নিরাপত্তায় রয়েছে বিশেষ পিঙ্ক পেট্রোলিং ভ্যান। সব মিলিয়ে পুজোর দিনগুলিতে আটেসাটো নিরাপত্তা থাকছে শহর জুড়ে।