মাদকে নয় মাঠে থাকুন।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগ।তরুণ যুব প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রাখার।আর এই কারণেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় এলাকাতে শুরু হয়েছিল ফুটবল খেলা।বাগডোগরা থেকে শুরু করে ভোরের আলো প্রতিটি থানা এলাকার বিভিন্ন ক্লাবগুলিকে নিয়ে হয় ফুটবল টুর্নামেন্ট।অবশেষে ফাইনালে ওঠে বাগডোগরা থানা এলাকার ফুটবল দল।আজ সেই জয়ী দলের সাথে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে ফাইনাল ম্যাচ ছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের সাথে খেলা।এই খেলাতে জয়লাভ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দল।এক শূন্য গোলে বাগডোগরা থানা এলাকার ফুটবল দলকে হারিয়ে দেয়।শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ফুটবল দল।এই খেলার লক্ষ একটাই “SAY YES TO FOOTBALL, SAY NO TO DRUGS”।আজ এই খেলায় জয়লাভের পর জয়ী দলকে পুরস্কার তুলে দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সি সুধাকর।পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) তনময় সরকার, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) বিশ্ব চাঁদ ঠাকুর,ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) রাকেশ সিং সহ বিভিন্ন এসিপি এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
Related Posts
Recently Mayor Gautam Deb holds meeting on Durga Puja carnival in Siliguri
Recently Mayor Gautam Deb convened a meeting to discuss the upcoming Durga Puja Carnival in Siliguri. Reportedly, a total of 13 clubs will actually participate in the event this year. During the meeting, officials discussed the routes for the carnival…
In Siliguri’s Ward No. 28 installation of pump house to resolve the prolonged water crisis
Residents of Matangini Colony in Ward No. 28 of Siliguri Municipal Corporation (SMC) have been actually grappling with the prolonged issue of shortage of drinking water. In response, the SMC has recently inaugurated a pumping station in Babupara, located in…
নকশালবাড়ি বাজারে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে এলেন এসজেডিএ এর চেয়ারম্যান
পুজোর আগে নকশালবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গিয়েছে বহু দোকান। দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।এদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে সৌরভ চক্রবর্তী বলেন, পরিকল্পনাহীনভাবে এই মার্কেট গড়ে উঠেছে। জলের কোনও…