বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে শিলিগুড়ি মহালয়া রোড রেশ-২০২৪ পালিত হল

শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের মতো এ বছরও মহালয়া উপলক্ষে রোড রেশ তথা ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার সকাল ৬ টায় এই রোড রেশ শুরু হয় শিলিগুড়ির কলেজ পাড়ার বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের সামনে থেকে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অ্যাথলেট হিমাশ্রী রায়। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বোরো চেয়ারম্যান মিলি সিনহা সহ অন্যান্যরা।

বাংলা, বিহার, ঝাড়খন্ড, উত্তরাখন্ড সিকিম সহ পাহাড় ও সমতলের প্রায় এক হাজার প্রতিযোগী এই রোড রেশে অংশগ্রহন করেন। এ বছর এই রোড রেশের ৪০ তম বর্ষ। কপিল দেব থেকে শুরু করে, মিলখা সিং নানান ক্ষেত্রের বিশিষ্ট খেলোয়ার এই রোড রেশে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন। এই রোড রেশটি ৬ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রত্যক প্রতিযোগী ও প্রতিযোগীনিদের মেডেল দেওয়া হয়। পাশাপাশি এক একটি ক্যাটাগরি থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয়দের ১৫ হাজার, ১০ হাজার ও ৭ হাজার টাকা নগদ উপহার দেওয়া হয়। মুলত এই রোড রেশ ঘিরে একটা আলাদা উন্মাদনা থাকে শহর শিলিগুড়িতে। এদিনও ব্যাপক উৎসাহ উদ্দিপনার সঙ্গে শিলিগুড়ি পুরনিগম ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের যৌথ সহযোগিতায় ৪০ তম রোড রেশ সম্পন্ন হয়।