দাবিপূরণের আশায় জেলা শাসকের কাছে ফুটপাত ব্যবসায়ীরা

কোচবিহার জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন দিলেন ফুটপাত ব্যবসায়ীরা। আজ ফুটপাত ব্যবসায়ীরা একত্রিত হয়ে কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে, পৌরসভার পৌরপতি যে নিয়ম করেছে ফুটপাতে ব্যবসায়ীদের ৩০ টাকা করে দিতে হবে সেই বিষয়েই জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। এ বিষয়ে এক ব্যবসায়ী জানিয়েছেন আগে ৫ টাকা করে নেওয়া হতো এখন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সেই পাঁচ টাকাকে বাড়িয়ে দিয়ে এখন ৩০ টাকা করেছে সেটা তারা কোন রকম ভাবেই দিতে পারছে না বলে জানান। এই বিষয়ে তিনি আরও বলেন তাদের যে আয় হচ্ছে তাতে তাদের সংসারই চলছে না তার পরেও কি ভাবে তারা দিনপতি ৩০ টাকা করে দেবে এসব বিষয়গুলো নিয়ে তারা আজ জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে এসেছে। যদি তাদের দাবি গুলো মেনে না নেওয়া হয় তাহলে সমস্ত ব্যবসায়ীরা এক হয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন এবং দোকানপাট বন্ধ রাখবেন বলে জানান ব্যবসায়ীরা।