সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছিল, যাদবপুরের এক ছাত্রমৃত্যুর ঘটনায়। অভিযোগ তোলা হয়েছিল রাজ্য রাজনীতির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে এবার বেশ কিছুটা পড়লেন অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাই কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘অবিলম্বে মামলা প্রত্যাহার করুন, না হলে মামলা খারিজ করে দেব।’’ হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়েই মামলা প্রত্যাহার করেন শুভেন্দু।
যাদবপুরের ছাত্রমৃত্যু নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু। পড়ুয়া মৃত্যুর পরে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন শুভেন্দু। সেই মামলার শুনানি চলাকালীন মামলাটির বিষয়বস্তু নিয়ে বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি।
এই ঘটনায় NIA তদন্ত চেয়ে শুভেন্দুর দাবি ছিল, যাদবপুরে আরএসএফ (রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন) নামে একটি সংগঠন রয়েছে। সম্প্রতি তার ওপর ওই সংগঠনই হামলা চালায়। যাদবপুরে এই সংগঠনের কাজ নিয়েই অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দুর।