নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় শুয়োমোটো মামলা রুজু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। মোট ৪৯ জন বিজেপি কর্মীর নামে এই মামলা দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠলেও ইতিমধ্যে ২১ জন বিজেপি কর্মী কে গ্রেফতার করেছে পুলিশ। যে ৪৯ জনের নামে মামলা করা হয়েছে তাদের মধ্যে বিজেপির জেলা স্তরের নেতৃত্ব রয়েছে বেশ কয়েকজন। বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ, বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বোস, বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় সহ যে সমস্ত বিজেপি কর্মী ও নেতৃত্বদের বাড়িতে হামলা হয়েছে এই মামলায় তাদের নাম রয়েছে। একদিকে যখন পুলিশ বিজেপি কর্মীদের নামে শুয়োমোটো মামলা করেছে অন্যদিকে এই বিষয় নিয়ে হাইকোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছে বিজেপি। যদিও যে সমস্ত বিজেপি কর্মীর বাড়িতে হামলা হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে এখনও থানায় অভিযোগ দায়ের হয়নি।
Related Posts
Bank employee detained in Siliguri for opening account without customer’s knowledge
Siliguri, August 14: A bank employee has been arrested in Siliguri for creating bank accounts in the names of customers without their knowledge and conducting transactions through these accounts. The arrested accused has been identified as Abhishek Roy.According to reports,…
শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল সিটু
সর্বভারতীয় ১৭তম CITU সন্মেলনের আসর বসেছে ব্যাঙ্গালুরুতে। ১৮ই জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলা এই সন্মেলনে মূলত শ্রমিক শ্রেনীর ওপর শোষণ ও আগামী দিনে শ্রমিকদের বিভিন্ন দাবিপূরণ নিয়ে আলোচনা হবে। এই সন্মেলনকে দিকে দিকে ছড়িয়ে দিতে ও সার্থক করে তুলতে…
শীতের আবহে অভাবের শরীরে কাঁথা মোড়ালেন চিকিৎসক
একটা সময়ে শীতের রাতে কাঁথা গায়ে দিয়েই রাত কাটাতে হয়েছে। অভাবের সংসারে খুব কাছ থেকেই শীতের রাতের কষ্ট উপভোগ করতে হয়েছিল নিরঞ্জন হালদারকে। প্রায় ৩২ বছর ধরে জলপাইগুড়ি সরকারি হাসপাতালে চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন নিরঞ্জন হালদার। অতীতে কঠিন কঠোর…