বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে শিব জয়ন্তী উৎসব পালন করলো ব্রহ্মাকুমারী ইশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সদস্যরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল।শনিবার শিব জয়ন্তী উৎসবের আয়োজন করা হয় ব্রহ্মাকুমারী ইশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ির শিল্পসমিতিপাড়ার নিজস্ব ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক ভাই ও বোনেরা। ইশ্বরীয় ভাবনার মধ্য দিয়ে মানুষের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেন চেয়ারপার্সন পাপিয়া পাল।এই নিয়ে উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ব্রহ্মাকুমারী সেন্টারে এদিন বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই শিব চতুর্দশী উৎসব পালন করা হয়।জলপাইগুড়ির পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল ছাড়াও উপস্থিত ছিলেন পিএফ কমিশনার সহ ব্রহ্মাকুমারী সেন্টারের ভাই-বোনেরা। শিব জয়ন্তী উৎসব উপলক্ষে সেখানকার পতাকা উত্তোলন করা হয়।অনুষ্ঠানের সূচনা করতে গিয়ে বক্তব্য রাখেন পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। তিনি বলেন, মানুষের ধ্যান ও জ্ঞান দরকার। এতে মানুষের মধ্যে ভালবাসার ভাবনা তৈরি হয়।এজন্য আসুন সবাই একবদ্ধ হয়ে ব্রহ্মাকুমারী সেন্টারের রীতি নিয়মের মধ্যে আবদ্ধ হই। এই রীতি নিয়ম মানুষকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে।
Related Posts
মুক্তি পেল বেলতলা ইউনিট এর হীরক জয়ন্তী বর্ষের থিম সং
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:মুক্তি পেল কোচবিহার বেলতলা ইউনিটের হীরক জয়ন্তী বর্ষের থিম সং ‘রং তুলিতে মাটির ঘরে মা’ গানটি গেয়েছেন সঙ্গীত-শিল্পী বিক্রম শীল ও সুবর্ণা রায়। গানটির কথা ও সুর বিক্রম শীলের। এর আগেও বিক্রমের করা বেশ কিছু থিম সং জনমানসে…
Bengal’s Top Medical Officer Dies of Covid-19.
A senior government medical officer in West Bengal had tested positive last week and was admitted to a hospital. The 60-year-old doctor died in Kolkata this morning after testing positive for coronavirus a week ago.Dr Biplab Kanti Dasgupta, Assistant Director…
দিনহাটার আটিয়াবাড়ীতে সালিশী সভায় গৃহবধূকে মারধরের অভিযোগ
সালিশি সভায় নির্যাতিতা সহ গ্রাম পঞ্চায়েত সদস্য ও পরিবারের লোকজনদের মারধোরের অভিযোগ উঠল গৃহবধুর শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনহাটায় ১ নম্বর ব্লকের আটিয়াবাড়ী এলাকায়। মারধোরের ফলে গ্রাম পঞ্চায়েত সদস্য শুভ সাহা ও নির্যাতিতা পিংকি দেবনাথ সহ পাঁচজন…