বানিজ্য নগরীর টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে, এই মুহূর্তে স্থিতি ফিরেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠাকরের পদত্যাগের পর, সদ্য মাত্রই মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তিনি, পেয়েছেন বড়ি দায়িত্ব। এবার মুখ্যমন্ত্রীর পদে যোগ দিয়েই মাস্টার স্ট্রোক মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। প্রতিনিয়ত বাড়ছে জ্বালানি দাম, এই যন্ত্রণার হাত থেকে শহরবাসীকে রেহাই দিতে এদিন রাজ্য সরকার পেট্রল ডিজেল নিয়ে করল বড় ঘোষণা।
বাণিজ্য নগরীতে এক ধাক্কায় পাঁচ টাকা কমল পেট্রোলের দাম এবং তিন টাকা কমল ডিজেলের দাম। বিগত কয়েক মাস ধরেই দেশজুড়ে লাগামছাড়া হারে বাড়ছে জ্বালানি তেলের দাম। গত এপ্রিল মাসে প্রায় প্রত্যেকদিনই যেভাবে একটু একটু করে বেড়েছে তরল সোনার দাম তাতে রীতিমতো মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের।
এমতাবস্থায় সাধারণ মানুষের চাপ কমাতে আমদানি শুল্ক কমিয়ে জ্বালানির দাম কিছুটা কমানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে সেক্ষেত্রে রাজ্য সরকার যদি কিছু সুল্ক মুকুব করে তবেই কমতে পারে তরল সোনার দাম। ইতিমধ্যে দেশের প্রায় প্রত্যেক রাজ্যেই সুল্কের মাত্রা কিছুটা কমিয়ে জ্বালানি তেলের দাম কমিয়েছে।
কিন্তু মুম্বাইবাসীর মুশকিল আসান করতে পেট্রোল-ডিজেলের দাম আরও কিছুটা কমাল মহারাষ্ট্রের মন্ত্রিসভা। বৃহস্পতিবার পর্যন্ত মহারাষ্ট্রে পেট্রোল লিটার প্রতি ১১১ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৯৭ টাকা দরে বিক্রি হচ্ছিল। কিন্তু মহারাষ্ট্র সরকারের এই নতুন সিদ্ধান্তে আজ থেকে মহারাষ্ট্রে পেট্রোলের দাম লিটারে পাঁচ টাকা কমে ১০৬ টাকা প্রতি লিটারে বিক্রি হবে। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি তিন টাকা কমায় আগামীকাল থেকে মহারাষ্ট্রে ডিজেল বিক্রি হবে ৯৪ টাকা প্রতি লিটারে।
ইতিমধ্যেই মহারাষ্ট্র মন্ত্রিসভার তরফ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে বছরে প্রায় ছয় হাজার কোটি টাকা বাড়তি খরচ হবে মহারাষ্ট্র সরকারের। তবে সরকারের এই সিদ্ধান্তে বহু আমজনতার সমস্যা মিটবে। উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক তালবাহানার পর অবশেষে দু সপ্তাহ আগে বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে।
বিজেপির সমর্থনেই তাঁর এই রাজনৈতিক উত্থান। কিন্তু এখনো রাজ্যবাসীর কাছের মানুষ হয়ে উঠতে অনেকটা পথ চলা বাকি তাঁর। আর তাই মহারাষ্ট্রের আম জনতার মন পেতেই শিন্ডের এই পদক্ষেপ। যদিও মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই শিন্ডে ঘোষণা করেছিলেন খুব শীঘ্রই জ্বালানি তেলের উপর থেকে ভ্যাট কমানো হবে। তিনি তাঁর দেওয়া সেই কথাই রাখলেন।