মামলা লড়ার টাকা নেই তার কাছে, এই বলেই জামিনের আবেদন সুকন্যার

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় বর্তমানে তিহাড় বন্দি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপশালী নেতা অনুব্রত মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডল।

একবার ফের দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে ছ-সপ্তাহের জন্য অন্তবর্তী জামিনের আবেদন করেছেন সুকন্যা মণ্ডল। সুকন্যার দাবি, নিজের আইনি লড়াইয়ে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে চান। তাই অবিলম্বে অন্তবর্তী জামিন দরকার। এদিন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে দায়ের করা লিখিত আবেদনে সুকন্যা জানিয়েছেন, ইডি তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত নিজের আইনজীবীদের ‘ফি’ জোগাতে অক্ষম তিনি।

শুধু তাই নয়, রাউজ অ্যাভিনিউ আদালতে দায়ের করা আবেদনে সুকন্যা আরও জানিয়েছেন তার বাবা এবং তিনি নিজে জেলে থাকায় তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং ঘনিষ্ঠরা কেউই আর্থিক সাহায্য করছেন না। পাশাপাশি তিনি সম্পূর্ণভাবে আদালতের নির্দেশ মেনে চলবেন বলেও জানিয়েছেন। আগামী ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানিতে কী হয় সেটাই এখন দেখার।