নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হলো শান্তনু বন্দ্যোপাধ্যায়কে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে কোনও সময়ই যেন নষ্ট করছে না ইডি। এবার তারা গ্রেফতার করল আরও এক তৃণমূল যুবনেতাকে। ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন শাসক দলের যুবনেতা তথা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। দিনভর জেরার পর রাতে তাঁকে গ্রেফতার করেছে ইডি।

এই প্রথমবার নয়, নিয়োগ কাণ্ডে অন্যতম ধৃত আরও এক যুবনেতা কুন্তল ঘোষের বয়ানের ভিত্তিতেই শান্তনুকে জিজ্ঞাসাবাদ করা হয় বারবার। শুক্রবার বেলা ১১টা ৪০ নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান শান্তনু। রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ তিনি গ্রেফতার হন।

এই যুবনেতার বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল ৩০০ চাকরিপ্রার্থীর তালিকা। তাঁকে এই বিষয়ে ইডি একাধিকবার প্রশ্ন করে। শুক্রবারও এই বিষয় নিয়ে তাঁর থেকে জানতে চেয়েছিল ইডি। কিন্তু তাঁর কথায় একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। তাই জন্যই শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় গোয়েন্দারা।