বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি।
তবে, সিবিআই হেফাজত শেষের দিনই নতুন করে বিপাকে পড়তে পারেন সন্দেশখালির এই দাপুটে নেতা। কারণ এবার তাঁকে হেফাজতে চাইতে পারে ইডি। তবে রেশন দুর্নীতি নয়, এবার মাছের ব্যবসা সম্বন্ধিত আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে শাহজাহানের বিরুদ্ধে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইডি।
অনুমান করা হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হলে একাধিক তথ্য ফাঁস করতে পারেন শাহজাহান। আরও বহু তথ্য এবং দুর্নীতি সামনে উঠে আসতে পারে বলেও মনে করা হচ্ছে। সেই কারণে সন্দেশখালির ‘বাঘ’কে ইডি হেফাজতে চাইতে পারে।