বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিজের হয়ে সওয়াল করতে গিয়ে মানিক ভট্টাচার্য এর আগের শুনানির দিন আদালতে কেঁদে ফেলেছিলেন।
ইডি’র আইনজীবী ফিরোজ় এডুলজি কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বলেন, “আজ উনি (মানিক) কাঁদছেন, কিন্তু ওঁর পরিকল্পিত কেলেঙ্কারির জন্যে বহু মানুষের ক্ষতি হয়েছে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা ২০ বছর পিছিয়ে গিয়েছে।”
আইনজীবীর দাবি, পরিকাঠামো উন্নয়ন খাতে প্রতিটি কলেজ থেকে পঞ্চাশ হাজার টাকা করে তোলা হয়েছিল ‘উত্তরবঙ্গ এডুকেশনাল সোসাইটি ও ট্রাস্ট’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। প্রশিক্ষণের নামে পড়ুয়াদের কাছ থেকে নেওয়া হয়েছিল পাঁচ হাজার টাকা করে। এইভাবে অনৈতিক উপায়ে আদায় করা হয়েছিল ২ কোটি ৬৪ লক্ষ টাকা।