পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, “কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালানো সম্ভব হতে পারে চলতি বছরের ডিসেম্বর থেকে। সেক্টর ফাইভের আইটি পার্ক পর্যন্ত আগামী বছর জুন মাসের মধ্যে হয়ে যাবে। ইস্ট-ওয়েস্ট ও এয়ারপোর্ট লাইন মিলিত হচ্ছে সেখানেই। এরপর সিটি সেন্টার টু পর্যন্ত আমরা এগিয়ে যাব ডিসেম্বরের মধ্যে। আর এয়ারপোর্ট পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারব ২০২৫ সালের মধ্যে।”
অন্যদিকে কলকাতা মেট্রো রেল আশা প্রকাশ করেছে কবি সুভাষ থেকে দমদম হয়ে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইন আগামী বছরের ডিসেম্বরের মধ্যে হয়ে যেতে পারে। মেট্রোর জেনারেল ম্যানেজার এই প্রসঙ্গে বলেছেন, “রাজ্য সরকার প্রচুর সহযোগিতা করছে এই বিষয়টি নিয়ে। আশা রাখছি আগামী দিনেও এই সহায়তা করবে।”
অন্যদিকে, মেট্রো কর্তৃপক্ষ জানায়, বেলেঘাটা স্টেশনের কাছে মেট্রোপলিটন ক্রসিংয়ে ট্রাফিক ডাইভারশানের ট্রায়াল রান আরম্ভ করা হয়েছে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের জন্য।