গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ তাই দ্রুত ব্যবস্থা নিতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে কলকাতা পুরসভা।
ডেঙ্গি রোধে স্কুলগুলিকে সতর্ক করতে পদক্ষেপ নিল পুরসভা। নির্দেশিকা জারি করে বলা হয়েছে, স্কুলচত্বর, ছাদ এবং আশপাশের এলাকায় যাতে কোনও ভাবে জল এবং ময়লা না জমে। স্কুল পড়ুয়াদের জন্য ফুলহাতা জামা ও ফুলপ্যান্ট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে মশা কামড়াতে না পারে। কোনও পড়ুয়া যদি ডেঙ্গি আক্রান্ত হয় তবে তা পুরসভার স্বাস্থকেন্দ্রে জানাতে হবে।
সরকারের তরফে, রাজ্যের বিভিন্ন এলাকায় ডেঙ্গি প্রতিরোধে ৬০০-র ওপর র্যাপিড রেসপন্স টিম তৈরি করা হয়েছে, এছাড়া ৯ হাজার চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল কর্মী-সহ প্রায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীকে যুক্ত করা হয়েছে। বর্তমানে কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০০-র কাছাকাছি।