আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে একধিক ঘূর্ণিবর্তের আশঙ্কা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে একটি সাংঘাতিক আপডেট দিল আইএমডি। অক্টোবর মাসে একের পর এক ঘূর্ণাবর্তের আশঙ্কা রয়েছে।

বর্ষা বিদায় নিলেও এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গের। বিশেষ করে দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিন ধরে চলছে বৃষ্টিপাত। এমনকি উত্তরবঙ্গের কিছু জেলাতেও দাপট দেখাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। থাইল্যান্ড উপসাগর থেকে একটি ঘূর্ণাবর্ত ২৭শে সেপ্টেম্বর প্রবেশ করতে চলেছে বঙ্গোপসাগরে।

এরপর সেটি শক্তি বৃদ্ধি করে আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ৩০ শে সেপ্টেম্বর। বৃষ্টির তীব্রতা অব্যাহত থাকবে আগামী ২০ তারিখ পর্যন্ত। তামিলনাড়ুতে এই সিস্টেমটি পৌঁছতে পারে ১২ই অক্টোবর। প্রবল বাতাসের সম্ভাবনা রয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলে। বলা বাহুল্য, তছনছ হয়ে যাবে জনজীবন।