বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে চাকরি বিক্রির অভিযোগ ছাড়িয়ে পোস্টিং বিক্রির অভিযোগে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই।
আর এবার মানিক ও তার পরিবারের সদস্যদের মিলিয়ে ৬১টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সব অ্যাকাউন্ট মিলিয়ে ৮ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মানিক পুত্র সৌভিক ভট্টাচার্যের ৩২টি কোম্পানিতে মোট ৩ লক্ষ ৪ হাজার টাকার শেয়ার রয়েছে।
পাশাপাশি মানিকের স্ত্রী-ছেলের সঙ্গে পরিবারের লোকেদের আরও ১০টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। যেগুলির তথ্য গোপন করা হয়েছিল। অন্যদিকে, মানিকের নামে ৯৯ পাতার এফআইআর দায়ের করেছে ইডি।