তদন্তে তৎপরতার সাথে সাথে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। মহানগরীর বুকে কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে কোটি কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তারা।
এবার চার্জশিটে বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ১৭২ পাতার চার্জশিটে ইডি জানিয়েছে, ‘মা হতে চেয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়। তাতে আপত্তি ছিল না পার্থ চট্টোপাধ্যায়েরও।’ এর জন্য প্রয়োজনীয় অনাপত্তির শংসাপত্র অর্থাৎ নো-অবজেকশন সার্টিফিকেটে সই-ও করেছিলেন প্রাক্তন মন্ত্রী।
অর্পিতা সন্তান দত্তক নিতে চেয়েছিলেন বলেই দাবি ইডির। জানা গিয়েছে, অর্পিতার ফ্ল্যাট থেকে এই সংক্রান্ত চিঠি উদ্ধার করা হয়েছে। জানতে চাওয়া হয়েছিল, কেন এমন চিঠি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়? এই প্রশ্নের জবাবে পার্থ জানান, ‘জনপ্রতিনিধি হিসেবে অনেককেই এধরনের সার্টিফিকেট দিতে হয়’৷
এছাড়াও ইডি-র চার্জশিটে বলা হয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ বছরে দিতে হত দেড় কোটি টাকা৷ এই প্রিমিয়াম দিতেন পার্থ চট্টোপাধ্যায়। জেরায় অর্পিতা কোন কোন কথা কবুল করেছেন, তার উল্লেখও রয়েছে চার্জশিটে। যেখানে এও উল্লেখ, করা হয়েছে বছর ৩৬-এর অভিনেত্রী অর্পিতার ৩১টি জীবন বিমা পলিসির নমিনি ছিলেন সত্তোরর্ধ্ব পার্থ৷