রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।
ইডি সূত্রে খবর, চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে বসে। তৎকালীন পর্ষদ সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর কাছে আসতেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। নিজের কাজ করানোর জন্যই সেখানে যেতেন কাকু।
ইডির দাবি জিজ্ঞাসাবাদে তাপস বলেছেন, ২০১৪ সালের টেটের জন্য ৩২৫ জন চাকরিপ্রার্থীর তালিকা সুজয় ভদ্রর হাত দিয়ে মানিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এই সমস্ত চাকরিপ্রার্থীদের থেকে মোট ৩ কোটি ২৫ লক্ষ টাকা তাপস মণ্ডলের কাছ থেকে নিয়েছিলেন তৃণমূলের বিতাড়িত যুবনেতা কুন্তল ঘোষ। সুজয়কৃষ্ণ-মানিক-কুন্তল এই তিন মাথা দিয়েই রাজ্য জুড়ে কোটি কোটি টাকার চাকরি বিক্রি হয়েছে বলে রিমান্ড লেটারে দাবি ইডির।