বড় উদ্যোগ নিতে চলেছে স্কুলগুলি

বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। এবার পশ্চিমবঙ্গ সরকার অনেক দিক বিবেচনা করে একটি নতুন প্রক্রিয়া আনতে চলেছে। এবার থেকে ডিজিটাল অ্যাটেনডেন্স প্রক্রিয়া শুরু হবে রাজ্যের স্কুলগুলিতে। QR কোড অ্যাটেন্ডেন্স পদ্ধতিতে রাজ্যের স্কুলগুলিতে হাজিরা প্রক্রিয়া চালু হবে।

এই পদ্ধতির মাধ্যমে অভিভাবকরা খুব সহজেই জানতে পারবেন যে তাদের বাড়ির ছেলেমেয়ে স্কুলে গেছে কিনা। এই নতুন পদ্ধতির মাধ্যমে পড়ুয়ারা স্কুলে ঢুকলে ও স্কুল থেকে বেরোলে অভিভাবকরা এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন সেই তথ্য।

রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এই প্রক্রিয়াই চালু হতে চলেছে। ডিজিটাল অ্যাটেনডেন্স-এর মাধ্যমে স্কুলের কাছে থাকবে পড়ুয়াদের হাজিরার রেকর্ড। আইডেন্টি কার্ড স্ক্যান করাতে হবে স্কুলে ঢোকার ও বেরোনোর মুহূর্তে। সেই কিউআর স্ক্যান করলেই তথ্য চলে যাবে অভিভাবকদের কাছে।