বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে বৃষ্টির সিলসিলা জারি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ- সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি কয়েকদিন আংশিক মেঘলা থাকতে পারে অধিকাংশ জেলার আকাশ। সোমবার দক্ষিণবঙ্গেরহাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কয়েকটি অংশে সামান্য বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কলকাতাতেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে।
এরপর মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দুর্গাপুজো পর্যন্ত টানা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা বঙ্গে।