বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছে সন্দেশখালি। একের পর এক ঘটনা ঘটে চলেছে এই জায়গাকে কেন্দ্র করে। এবার ফের সন্দেশখালির প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে রাষ্ট্রপতি শাসন জরুরি হয়ে পড়েছে।
এই বিষয়ে রাইসিনা হিলসে রিপোর্টও জমা দেওয়া হয়েছে। ওই রিপোর্টে অভিযোগ করেছেন, সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যর্থ হয়েছে। তাই, তিনি দাবি জানিয়েছেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। নাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করেছেন তিনি।
উল্লেখ্য, তপসিলি উপজাতি কমিশনের প্রতিনিধিরা সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। যদিও, ১৪৪ ধারা জারি থাকায় সেখানকার অশান্ত এলাকায় তাঁরা ঢুকতে পারেননি। তবে, অরুণর নেতৃত্বাধীন এই দলটি সেখান থেকে নানা তথ্য সংগ্রহ করেন।