মেরামতের কারণে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল ব্রিজ। ব্রিজের সংস্কার চলায় মাসখানেক ধরে পণ্যবাহী যান চলাচল বন্ধ ছিল এই ব্রিজে। এদিকে একমুখী যান চলাচল করায় সাধারণ মানুষের বিরাট অসুবিধা হচ্ছিল। কিন্তু দীর্ঘ সময়ের এই দুর্ভোগ শেষ হতে চলেছে আর অল্প দিনের মধ্যেই। জানা গিয়েছে, বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বরের মধ্যেই খুলে যেতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ। এমনই আশ্বাস দিয়েছেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়।
গত ১৯ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছিল এই সাঁতরাগাছি ব্রিজে। জানা গিয়েছিল যে, অন্তত দেড় মাস সংস্কারের কাজ চলবে। কিন্তু রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যাতে সাধারণ মানুষের বেশি দিনের দুর্ভোগ না হয় তার দিকে নজর রাখতে। সেই প্রেক্ষিতেই দ্রুত কাজ সম্পন্ন করার চেষ্টা হয়েছে। সেই প্রেক্ষিতেই বড়দিনের আগে খুলে যেতে চলেছে এই ব্রিজ। উল্লেখ্য, সংস্কারের জন্য কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি সেতুতে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যান চলাচল আপাতত পুরোপুরি বন্ধ। সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সাঁতরাগাছি সেতুর একটি লেন দিয়ে গাড়ি চলছে।
এই ব্রিজের মেরামতির জন্য তা বন্ধ থাকায় কলকাতামুখী পণ্যবাহী গাড়িগুলিকে অনেক ঘুরে শহরে ঢুকতে হচ্ছে। অন্যদিকে কলকাতার দিক থেকে হাওড়ায় আসা পণ্যবাহী গাড়িগুলিকেও বাড়তি পথ অতিক্রম করতে হচ্ছে। ব্রিজ বন্ধের কারণে সময়ও যে বেশি চলে যাচ্ছে গাড়িগুলির জন্য তা স্বাভাবিক। কিন্তু আর ক’দিনের অপেক্ষার পর সমস্যা মিটতে চলেছে।