বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাইয়ের দৃষ্টি আকর্ষণ করেন সন্দেশখালির মহিলাদের একাংশ। শীর্ষ আদালতে নতুন আবেদনপত্র দাখিল করা হয়েছে।
মূল যে মামলা রয়েছে তার সঙ্গেই শুনানির আবেদন করা হয়েছে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। বিচারপতি এদিন আবেদনকারীদের থেকে জানতে চান, আপনারা কি তদন্ত সমর্থন করছেন? জবাবে আবেদনকারীরা বলেন, আমরা স্বাধীন তদন্ত চাই।
এর ফলে সন্দেশখালি কাণ্ডে নতুন এক মাত্রা যোগ হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই মামলায় অতিরিক্ত তথ্য পেশ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে ২ সপ্তাহ সময় চায় রাজ্য। তবে শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়, মামলার পরবর্তী শুনানি হবে আগামী জুলাই মাসে।