শীর্ষ আদালতের দারস্থ হলেন সন্দীপ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। সেদিকে তাকিয়ে রয়েছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ প্রত্যেকে।

এই আবহে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ। দুর্নীতির অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে সিবিআই। এবার সোজা সুপ্রিম কোর্টে ছুটলেন তিনি। টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে মর্গ থেকে শবদেহ বিক্রি, সন্দীপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রচুর।

সুপ্রিম কোর্টে করা আর্জিতে সন্দীপ দাবি করেছেন, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আগে তাঁর কোনও কথা শোনা হয়নি। তিনি আরও দাবি করেছেন, আরজি করের ধর্ষণ, খুনের ঘটনার সঙ্গে দুর্নীতির অভিযোগ জড়িয়ে হাইকোর্টর তরফ থেকে বিশেষ মন্তব্য করা হয়েছে। এবার এই দাবি নিয়ে শীর্ষ আদালতের দরজায় গিয়েছেন প্রক্তন অধ্যক্ষ। ৬ সেপ্টেম্বর সেই মামলা শুনবে আদালত।