বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর জুলাই মাস থেকে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
দীর্ঘ এই সময়ে বারংবার আদালতের কাছে জামিনের কাতর আরজি জানিয়েও কোনও সুরাহা পাননি এককালের হেভিওয়েট এই নেতা। তবে এবার জেল থেকে রেহাই পেতে ইডি-র প্রাক্তন আইনজীবী সামসুদ্দিনের দ্বারস্থ হয়েছেন পার্থ। হেভিওয়েট মক্কেলের জামিনের জন্য ইতিমধ্যেই আলিপুর আদালতে সওয়ালও শুরু করেছেন সামসুদ্দিন।
জানা গিয়েছে, আগামীতেও পার্থর জামিন মামলার শুনানিতে উপস্থিত থাকবেন তিনি। ২০১৪-২০১৮ সাল পর্যন্ত চার বছর ধরে ইডি-র আইনজীবী ছিলেন তিনি। এই পেশায় দীর্ঘ সময়ের অভিজ্ঞতা তার। আগে একাধিক অভিযুক্তের জামিনও আটকেছেন। আর এবার জামিন পেতে পার্থর হাতিয়ার এই আইনজীবী। আর এতেই পার্থর জন্য কিছুটা আশার আলো দেখছেন আইনজীবী মহলের অনেকেই।