আবার চাপ বাড়ল সায়গলের, খারিজ হলো আবেদন

সাময়িক ভাবে চাপ বাড়লেও এবার স্বস্তি পেয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের। কিন্তু স্বস্তি আর থাকল না গরু পাচার কাণ্ডে ধৃত সায়গলের। কারণ তার আবেদন খারিজ হয়ে গিয়েছে দিল্লি হাইকোর্টে। তাই ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আর কোনও বাধা রইল না তাকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে। দিল্লির রাউস এভিনিউ আদালত জানিয়েছিল, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। সেই রায়ের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল সায়গল। কিন্তু তার আবেদন খারিজ হয়ে গিয়েছে। যদিও ইডিকে কিছু শর্ত এবং সময়সীমা বেঁধে দিয়েছে আদালত।

দিল্লি হাইকোর্ট জানিয়েছে, এই মামলার স্বার্থে সায়গলকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি, হেফাজতে রেখে জেরা করতে পারবে। কিন্তু আপাতত এক সপ্তাহের জন্য সায়গলকে দিল্লি নিয়ে যেতে পারবে তারা। একই সঙ্গে জানান হয়েছে, সায়গলের আইনজীবীরা দিনে দু’ঘণ্টা কথা বলতে পারবেন তার সঙ্গে। সায়গল এই মুহূর্তে রয়েছে আসানসোল জেলা সংশোধনাগারে। সেখান থেকে ইডি দিল্লি নিয়ে যাবে তাকে। অনেক আগেই গরু পাচার মামলায় সায়গল হোসেনকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যেতে চেয়েছিল ইডি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তবে এখন আর কিছুতে বাধা নেই।