অভিষেক সহ রুজিরাকে তলব

কয়লা পাছার কাণ্ডে ফের একবার তলব পড়লো তাদের। সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়েক মাস আগেই দিল্লি তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এবার একবার ফের অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে তলব করল তারা। কয়লা পাচার কাণ্ডের তদন্তে আবার তলব করা হয়েছে তাদের। আগামী সপ্তাহে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

দিল্লিতে গিয়ে তলবে আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দিয়ে জানিয়েছিল যে, ইডির দফতরে গিয়েই হাজিরা দিতে হবে। আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই ইডি আবার তাদের দিল্লিতেই তলব করেছে। এই প্রেক্ষিতে তাদের ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামী সপ্তাহে তাদের দিল্লিতে ইডি দফতরে গিয়েই তলবে সাড়া দিতে হবে। এর আগে একাধিকবার তাদের নোটিশ পাঠিয়েছিল ইডি। তার মধ্যে একবার দিল্লিতে গিয়ে ইডির ডাকে সাড়া দেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে৷

অভিষেক ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কিত দু’টি সংস্থার আয়ের উৎস খুঁজতে ফের তাঁকে ডেকে পাঠানো হবে বলে অনুমান করা হয়েছিল। তবে সেই সময়ে চিঠি দিয়ে রুজিরা জানিয়েছিলেন, তাঁর পক্ষে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেওয়া সম্ভব নয়। প্রয়োজনে তাঁকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডির অফিসাররা৷ ইডির দাবি ছিল, আর্থিক দুর্নীতিগ্রস্থ দুই সংস্থার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের যোগ রয়েছে৷ একটি নির্মাণ সংস্থার মাধ্যমে ওই দুই সংস্থায় ৪.৩৭ কোটি টাকা জমা পড়েছে বলে ইডি সূত্রে খবর৷ কী ভাবে এল এই টাকা? মনে করা হচ্ছে, ‘প্রোটেকশন মানি’ হিসাবে কয়লাকাণ্ডের অভিযুক্তরা এই টাকা দিয়ে থাকতে পারে৷