বাঁধা পরলো বিদেশ যাত্রায়, আরও একবার ইডির তলব রুজিরাকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিমান বন্দরে বাধা, আর এবার কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল গোয়েন্দা সংস্থা ইডি।

সূত্রের খবর, আগামী ৮ জুন তাকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। দমদম বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার পথে অভিষেককে পত্নীকে আটকানো হয়। রুজিরার সঙ্গে তাদের দুই সন্তানও ছিল। এরপর বিমানবন্দর থেকে সন্তানদের নিয়েই বেরিয়ে যান রুজিরা। বেশ কিছুক্ষণ অভিবাসন দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বললেও কোনও সুরাহা হয়নি।

সেই ঘটনার কয়েক ঘণ্টা পেরোতে পেরোতেই রুজিরাকে ডাক পাঠালো ইডি। সূত্র মারফত জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডের একটি মামলায় রুজিরার নামে লুকআউন নোটিশ জারি হয়েছে। এই সেই কারণেই এদিন তার বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়, আরোপ করা হয় বিধিনিষেধ।