বিভিন্ন কারণে একের পর এক হাজিরা বাতিল করেছেন তিনি৷ অবশেষে হাজিরা দিতে চলেছেন তিনি৷ কয়লাপাচার-কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে ‘শান্তিনিকেতন’ পৌঁছল সিবিআই। ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররাও। সেই দলে রয়েছেন মহিলা গোয়েন্দারাও। এদিকে, আজই ত্রিপুরায় রওনা হওয়ার কথা তৃণমূল সাংসদের।
কয়লাপাচার-কাণ্ডে এর আগে একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অভিষেক-পত্নীকে দিল্লিতে তলব করেছিল এমফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু, সেই বারবারই সেই তলব এড়িয়ে গিয়েছেন রুজিরা৷ ছোট ছোট দুই সন্তানকে কলকাতায় ফের তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলেও জানিয়েছিলেন৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়ানোয় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। তবে এর আগেও অভিষেকের বাড়িতে গিয়ে রুজিরাকে একবার জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।