জল্পনাকে সত্যি করে ঋষি সুনাকেই হাতেই গেলো ব্রিটেনের রাশ

একের পর এক বদল হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন লিজ ট্রাস। প্রায় ২০ হাজারেরও বেশি ভোটে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে মাত্র কয়েক সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী হয়েছিলেন লিজ। কিন্তু প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার ছয় সপ্তাহের মধ্যেই, অর্থনীতি সংক্রান্ত সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে ইস্তফা দিলেন তিনি।

তারপর থেকেই সম্ভাবনা জোরাল হচ্ছিল যে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। সেই জল্পনাই সত্যি হল। ঘোষণা হয়ে গেল যে, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী ঋষি। এতএব এক ভারতীয় বংশোদ্ভূত এখন ব্রিটেন শাসন করতে চলেছেন।

গত ৭ জুলাই কনজারভেটিভ দলের নেতা তথা প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসন ইস্তফা দেন। পার্টিগত কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর ইস্তফা ঘোষণার পর ভোটে জিতেই এই পদে আসেন লিজ। ব্রিটেনের শাসক দল কনজারভেটিভ পার্টির ১ লক্ষ ৬০ হাজার সদস্য ভোট দিয়েছিলেন।

লিজ ট্রাস পেয়েছিলেন ৮১ হাজার ৩২৬টি ভোট এবং সুনাক পেয়েছিলেন ৬০ হাজার ৩৯৯টি ভোট। কিন্তু বিগত কিছু সময় ধরেই লিজের অর্থনীতি সংক্রান্ত সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছিল এবং তা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছিল। এমনকি তাঁর দলের অন্দরেই পদত্যাগের দাবি তীব্র হচ্ছিল। এরপর তিনি ইস্তফা দেন পদ থেকে।