ডেঙ্গু সচেতনতার মিছিল থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতল ও চিপসের পাউচ এর পরিবর্তে এক কেজি করে চাল দেবার ঘোষণা কাউন্সিলর অভয়া বসুর। সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতন করতে শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওর্য়াড কমিটি পথে নামেন।
শনিবার ২০ নম্বরের অধীন নেতাজী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সচেতনতা মূলক পদযাত্রায় মিলিত হন মেয়র পারিষদ মানিক দে,বোরো চেয়ারম্যান মিলি সিনহা এবং ওর্য়াডের নাগরিক বৃন্দ। একই সাথে এদিন ব্লিচিং ও মশা মারার তেল স্প্রে করা হয়।
একটি ইকোব্রিক তৈরী করতে ১১৯টি জলের প্লাস্টিকের বোতল ও পরিত্যক্ত প্লাস্টিকের রেপার প্রয়োজন। তাই কাউন্সিলর অভয়া বসু জানান ২০ নম্বর ওর্য়াডের একটি বড় অংশ দরিদ্র সীমার নীচে বসবাস করে। তাই তাদের জন্য একটি পরিকল্পনা নেওয়া হয়েছে যে, প্লাস্টিকের বোতল ও রেপার দিলে তার পরিবর্তে ১কেজি করে চাল দেওয়া হবে। এতে দুটি কাজ হবে। এক, এই সব সরঞ্জাম দিয়ে ইকোব্রিক তৈরী করা যাবে এবং দুই , ঐ গরীব মানুষ গুলো চাল দিয়ে সময় সাময়িক খাদ্য সমস্যা মিটবে।