অপহরণের ঘটনায় শীতলকুচিতে তদন্তে আসা নাগাল্যান্ড পুলিশকে হেনস্তা করার পাশাপাশি তাদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো এলাকাবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শীতলকুচির গাছতলা এলাকায়। জানা গেছে এদিন নাগাল্যান্ড পুলিশের একটি দল অপহরণের ঘটনায় শীতলকুচির গাছতলা এলাকায় তদন্তে আসেন। অভিযুক্তদের গ্রেফতার করতে গেলে এলাকার বাসিন্দাদের সাথে বাক-বিতণ্ডা শুরু হয় নাগাল্যান্ড পুলিশের।তারপরই এলাকাবাসীরা নাগাল্যান্ড পুলিশের গাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী। শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে শীতলকুচি থানার পুলিশ এবং নাগাল্যান্ড পুলিশ ভাঙচুর করা গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসে। অভিযুক্ত দের পাল্টা অভিযোগ ব্যবসার খাতিরে টাকা-পয়সার লেনদেন নিয়ে কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে এসেছে। আত্মিয়ের মতোই তারা রয়েছে। হঠাৎ করে আজ পুলিশ এসে তাদের গ্রেফতার করার চেষ্টা করে। এর ফলে এলাকার মানুষ ক্ষেপে যায়।
Related Posts
পুজো গাইড ম্যাপ প্রকাশ করল মাথাভাঙ্গা থানা
বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙ্গা থানায় সাংবাদিক সম্মেলন করে দুর্গাপুজোর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্যে গাইড ম্যাপ প্রকাশ করা হলো।এদিনের এই সাংবাদিক সম্মেলনে গাইড ম্যাপ প্রকাশ করেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, সঙ্গে ছিলেন মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান ট্রাফিক…
ভবঘুরে দিদিদের নিয়ে ভাইফোঁটার আয়োজন মদনমোহন ঠাকুর বাড়িতে
ভাতৃ দ্বিতীয়ার শুভ লগ্নে কোচবিহার মদনমোহন বাড়ির সামনে যেসব ভবঘুরে দিদিরা থাকেন তাদেরকে সঙ্গে নিয়ে ভাইফোঁটা উৎসব পালন করলো এক সেচ্ছাসেবী সংগঠনের ।মদনমোহন ঠাকুর বাড়ির ভিতরে দুর্গা মন্ডপের সামনে এই ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল।সংগঠনে এক সদস্য বলেন দিদিরাও আমাদের সুন্দরভাবে…
আবুতারায় রাতের অন্ধকারে গরু পাচারের অভিযোগ
আবুতারায় রাতের অন্ধকারে ষাঁড়গরু পাচারের অভিযোগ। এই নিয়ে রবিবার সকাল এগারোটা নাগাদ নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশের তরফে জানানো হয় ঘটনার তদন্ত শুরু হয়েছে। শনিবার গভীর রাতে আবুতারায় রাতের অন্ধকারে চলছিল ষাঁড়গরু পাচারের চেষ্টা। হাতেনাতে ধরল পুজো কমিটি। পুজো কমিটি তৎপর…