কোচবিহারে আসা নাগাল্যান্ড পুলিশকে হেনস্তা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ এলাকাবাসীর বিরুদ্ধে

অপহরণের ঘটনায় শীতলকুচিতে তদন্তে আসা নাগাল্যান্ড পুলিশকে হেনস্তা করার পাশাপাশি তাদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো এলাকাবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শীতলকুচির গাছতলা এলাকায়। জানা গেছে এদিন নাগাল্যান্ড পুলিশের একটি দল অপহরণের ঘটনায় শীতলকুচির গাছতলা এলাকায় তদন্তে আসেন। অভিযুক্তদের গ্রেফতার করতে গেলে এলাকার বাসিন্দাদের সাথে বাক-বিতণ্ডা শুরু হয় নাগাল্যান্ড পুলিশের।তারপরই এলাকাবাসীরা নাগাল্যান্ড পুলিশের গাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী। শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে শীতলকুচি থানার পুলিশ এবং নাগাল্যান্ড পুলিশ ভাঙচুর করা গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসে। অভিযুক্ত দের পাল্টা অভিযোগ ব্যবসার খাতিরে টাকা-পয়সার লেনদেন নিয়ে কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে এসেছে। আত্মিয়ের মতোই তারা রয়েছে। হঠাৎ করে আজ পুলিশ এসে তাদের গ্রেফতার করার চেষ্টা করে। এর ফলে এলাকার মানুষ ক্ষেপে যায়।