কলকাতার কত কাছে রেমাল?

খুব তাড়াতাড়ি বাংলায় প্রবেশ করতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। ক্যানিং থেকে রয়েছেন মাত্র ২৩০ মিটার দূরত্বে। ইতিমধ্যেই সমুদ্র তার উত্তাল রূপ ধারণ করেছে। হচ্ছে প্রবল জলোচ্ছ্বাস। আতঙ্কে শিউরে উঠছে গোটা বাংলার মানুষ। আজ রাত এগারোটা থেকে একটার মধ্যেই উপকূলে আছড়ে পড়তে পারে রেমাল।

কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর দিয়েছে। সেটি হল ৯৪৩২৬১০৪২৮। এছাড়াও কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর ২২৮৬-১২১২, ২২৮৬-১৩১৩, ২২৮৬-১৪১৪। এই দুটি নম্বরে ঘূর্নিঝড় সংক্রান্ত যেকোনও পরিস্থিতিতে যোগাযোগ করতে পারেন।
রাজ্য সরকারের তরফ থেকেও হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। কন্ট্রোল রুমের সাহায্যে পুলিশ, দুর্যোগ মোকাবিলা দফতর, মিউনিপ্যালিটি, এনডিআরএফ, এসডিআরএফের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের সময় কোনও রকম সহায়তার প্রয়োজন হলে, ১০৭০ বা ০৩৩ ২২১৪৩৫২৬- 1070- 033 22143526 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। বিদ্যুৎ বিভ্রাট হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার জন্যও তৎপর রয়েছে দফতর।