রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এরই মাঝে তথ্য এলো এসএসসির গ্রুপ ডি-তে জেলা ভিত্তিক ৫৭৩ টি শূন্যপদ রয়েছে। আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সেগুলি বাতিল করা হয়েছিল। সেই শূন্যপদ মেধার ভিত্তিতে অবিলম্বে পূরণ করার নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে গ্রুপ সি বিভাগেও বেআইনি ভাবে নিয়োগ হওয়া ৩৫০ টি পদে প্রকৃত যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দুটো ক্ষেত্রেই কাজ করতে হবে পুজোর মধ্যে। অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরুর আগে মোট ৯২৩ টি পদে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এই নিয়োগ সম্পন্ন করতে হবে। ১০০ জন করে ধাপে ধাপে নিয়োগের নির্দেশ দেওয়া হয়৷ বিচারপতি জানান, পুজোর আগে চাকরি দেওয়া সম্ভব না হলেও এসএসসিকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিতে হবে। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, কাউন্সিলিংয়ের দিনেই নিয়োগ পত্র তুলে দিতে হবে প্রার্থীদের৷
উল্লেখ্য, SSC ও CBI-কে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট করে দেন, বেআইনি নিয়োগকারীদের চাকরি থেকে বরখাস্ত করে যারা ওয়েটিংয়ে আছে তাদের অবিলম্বে চাকরি দিতে চান। মামলা চলছে অনেকদিন। আর সময় নষ্ট করতে চান না। তিনি চান প্রকৃত চাকরিপ্রাথীদের নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে।