নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আরও জটিল হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল সভাপতি কুন্তল ঘোষ।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করে জেল সুপারকে চিঠি লেখেন তিনি। সেই চিঠি নিয়ে এবার সিবিআই সূত্রে জানা গেল কুন্তল দাবি করেছেন, ‘ব্যক্তিগতভাবে’ অভিষেককে তিনি চেনেন!

কুন্তলের চিঠি প্রসঙ্গে গত শনিবারই অভিষেককে ডেকে পাঠায় সিবিআই। শনিবার অভিষেককে জেরা করে যা তথ্য পাওয়া গেছে, সেই তথ্যের ভিত্তিতে এবার কুন্তলকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। জানা যাচ্ছে সেই জেরাতেই কুন্তল দাবি করেন, চিঠি লেখার জন্য তাঁকে কেউ চাপ দেননি। কুন্তল জেরায় আরও জানান, অভিষেকের বক্তব্য তিনি কাগজে পড়েছেন।