অবশেষে কাটলো সব বাধা৷ এবার কোনো বাধা ছাড়াই রাজ্যবাসী রেশন পাবে দুয়ারে দুয়ারে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাইলট প্রজেক্ট ‘দুয়ারে রেশন’ প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বেশ কয়েকজন ডিলার। ডিলারদের সেই আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷ ফলে দুয়ারে রেশন নিয়ে আর বাধা রইল না৷ মামলাকারী ডিলারদের বক্তব্য ছিল, রাজ্য সরকারের এই প্রকল্প খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী৷ বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার কথা আইনের কোথাও উল্লেখ নেই৷ দিল্লিতেও এমন কর্মসূচি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ কিন্তু তা চালু করা সম্ভব হয়নি৷ তবে এদিন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আইনে নির্দিষ্ট ক্ষমতার মধ্যে আবদ্ধ নয়৷ প্রয়োজনে আইনে বদল আনা যেতে পারে৷ সরকার সরাসরি মানুষের বাড়িতে খাদ্য পৌঁছে দিতে চায়৷ এবং এই কাজের ক্ষেত্রে মধ্যস্থতাকারী হল ডিলাররা৷ এক্ষেত্রে ডিলারদের স্বার্থও রক্ষা করা হবে৷ পরিবহণ ও অন্যান্য খরচ বহনে রাজ্য সরকার সাহায্য করবে৷ ’এর পরেই ডিলারদের মামলা খারিজ করে দেন বিচারপতি৷
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ইস্তেহারে বলা হয়েছিল, ক্ষমতায় এলে আর কাউকে রেশন দোকানে গিয়ে লাইন দিতে হবে না৷ মানুষের দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে৷ সেই মতো ক্ষমতায় আসার পরেই দুয়ারে রেশন প্রকল্প চালু করার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এরই মধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়৷ তবে রেশন ডিলারদের মামলা খারিজ করায় আজ থেকেই জেলায় জেলায় শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্পের ট্রায়াল৷